ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চস্থ হচ্ছে মার্কিন নাটক ‍‍`দ্যা আইসম্যান কমেথ‍‍`

ঢাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৫:৫৬ পিএম
ঢাবির প্রতিষ্ঠাবার্ষিকীতে মঞ্চস্থ হচ্ছে মার্কিন নাটক ‍‍`দ্যা আইসম্যান কমেথ‍‍`

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর দিন থেকে থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ মঞ্চে নিয়ে আসছে মার্কিন নাট্যকার ইউজিন ও নীল রচিত বাস্তববাদী ঘরনার নাটক ‘দ্য আইসম্যান কমেথ’।  

শুক্রবার (১ জুলাই) থেকে ৪ জুলাই পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা সাতটায় বিশ্ববিদ্যালয়ের নাট-মন্ডল মিলনায়তনে মঞ্চস্থ হবে নাটকটি।

বিভাগের তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের শিক্ষার্থীদের অভিনয়ে নাটকটির নির্দেশনা দিয়েছে বিভাগের সহকারী অধ্যাপক তানভীর নাহিদ খান।

নাটকে নৈরাজ্যবাদী নেতা ল্যারি ভিল চরিত্রে অভিনয় করেছে মহিউদ্দিন রনি, পানশালার মালিক হ্যারি হোপ চরিত্রে জাদিদ ইমতিয়াজ আহমেদ, সেলসম্যান হিকি চরিত্রে প্রাণকৃষ্ণ বণিক, বার টেন্ডার রকি চরিত্রে জয়া মারিয়া কস্তা ও বার সিঙ্গার চাক চরিত্রে ইফতি শাহরিয়ার রাইয়ান, হল্যান্ডের প্রাক্তন জেনারেল ওয়েটজয়েন চরিত্রে মুজাহিদুল ইসলাম রিফাত, ক্যাপ্টেন লুইস চরিত্রে রিফাত জাহান শাওন, লেফটেন্যান্ট ম্যাকগ্লোয়েন চরিত্রে তরিকুল সরদার, ডোনা প্যারিট চরিত্রে মৌমিতা সরকার, প্রাক্তন হার্ভার্ড শিক্ষার্থী উইলি চরিত্রে তাহিয়া তাসনিম মীম, টুমোরো আন্দোলন নেতা জিমি টুমোরো চরিত্রে সালমান নূর, পতিতা চরিত্রে রিফাত করবী, দেবলীনা দৈবী ও রিজভী সুলতানা এবং মানসিক বিকারগস্ত মদ্যপ হুগো চরিত্রে অভিনয় করছে মিরহাজুল শিবলী।

নাটকটির নেপথ্যে, মঞ্চ ও আলোক পরিকল্পনা এবং অভিনয় সৃজন রূপায়ন করেছেন বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন, দেহবিন্যাস করেছেন অমিত চৌধুরী, পোশাক পরিকল্পনা করেছেন কাজী তামান্না হক সিগমা ও আহম্মেদ রাউফুর রহিম। 

এছাড়াও, নাটকে দ্রব্য পরিকল্পনা করেছে বিভাগের শিক্ষক উম্মে সুমাইয়া মনি ও আহসান খান, সংগীত পরিকল্পনা করেছেন রুদ্র সাওজাল কাব্য, প্রক্ষেপন করেছে ওবায়দুর রহমান সোহান এবং আলোক প্রক্ষেপন করেছে শাহাবুদ্দিন মিয়া, পোস্টার ডিজাইন করেছে দেবাশীষ কুমার দে। 

নাটকে দেখা যাবে, হ্যারি হোপের পানশালায় নানা পেশার, নানা দেশের, নানা মানুষ কিছু অবাস্তব স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। সেই পানশালার সবাই নিজের জীবনের ব্যর্থতা থেকে বেরিয়ে পুনরায় নতুন করে জীবন শুরু করতে চায় আগামীকাল থেকে। কিন্তু তাদের সেই আগামীকাল আর আসে না। চার অঙ্কের নাটকটি শেষ হয় সেলসম্যান হিকি কর্তৃক স্ত্রী হত্যার আত্মস্বীকৃত উন্মোচন এবং পিতৃপরিচয় সংকটে ভোগা ডোনা প্যারিটের আত্মহত্যার মাধ্যমে। 

নাটক প্রসঙ্গে নির্দেশক তানভীর নাহিদ খান বলেন, 'সাম্প্রতিক পরিস্থিতিতেও নাটকটি প্রাসঙ্গিক। বর্তমান সময়ে মহামারি, জলবায়ুর বিরূপ পরিস্থিতি, দুর্যোগের মাঝেও আগামীর স্বপ্ন দেখার মাঝেই মানুষ বেঁচে থাকার প্রেরণা পায়।'

নাটকের অভিনয় পদ্ধতির বিষয়ে নির্দেশক বলেন, 'বাস্তববাদী ধারার এই নাটকে নিবিড় অভিনয় প্রশিক্ষণের প্রতি মনোযোগ দেয়ার চেষ্টা করা হয়েছে এবং সর্বপ্রকার অভিনয় ত্রুটি বিলোপের অভিপ্রায় নাট্যানুশীলনে চর্চিত হয়েছে।'

বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিয়ন বলেন, 'বিভাগ একাডেমিক আয়তনে নাটক বিষয়ে বহু অক্ষিয় জ্ঞান আরোহনে গুরুত্ব দিয়ে  দেশজ, প্রাচ্য ও প্রাশ্চাত্বের নাট্য পরিবেশনা বিষয়ক জ্ঞান চর্চা করে আসছে। তার ধারাবাহিকতায় পাঠ্যক্রমের অংশ হিসেবে পাশ্চাত্বের নাট্য পরিবেশনা উপস্থাপনের মাধ্যমে আমাদের এবারের আয়োজন।'

তিনি আরও বলেন, এই আয়োজনের মাধ্যমে বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস উৎযাপন করছে। আমার বিশ্বাস প্রাতিষ্ঠানিক নাট্য চর্চার এই ধারাবাহিক উদ্যোগ ঢাকা বিশ্ববিদ্যালয় তথা বাংলাদেশের সাংস্কৃতিক ও নাট্য পরিমন্ডলকে বিকশিত করবে।

কেএস