প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

মো. মাসুম বিল্লাহ প্রকাশিত: নভেম্বর ৪, ২০২২, ০১:৫১ পিএম
প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট শিক্ষার্থীর মৃত্যু

প্রদীপ জ্বালাতে গিয়ে শরীরে আগুন লেগে দগ্ধ হওয়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থী মৌমিতা সাহা (২৩) মারা গেছেন। ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৩ নভেম্বর) দিবাগত রাতে তিনি মারা যান।

শুক্রবার (৪ নভেম্বর) সকালে ওই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুয়েট ছাত্রকল্যাণের সহকারী পরিচালক মো. মামুনুর রশিদ।

মৌমিতা সাহা রুয়েটের ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি খুলনা জেলা সদরের নগর ভবনের বিপরীত পাশে।

গত ২৪ অক্টোবর রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালানোর সময় অসাবধানতাবশত মৌমিতা সাহার শাড়িতে আগুন লেগে যায়। এতে তিনি দগ্ধ হন। 

পরে তাকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আগুনে শরীরের ৩০ শতাংশ দগ্ধ হওয়ায় ওই রাতেই তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। ১১ দিন পর ‍বৃহস্পতিবার রাতে মারা যান মৌমিতা।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বলেন, ‘রাতে মৌমিতা মারা যাওয়ার পর লাশ ঢাকা থেকেই খুলনায় গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হয়েছে। এ মৃত্যু অনাকাক্ষিত। আমরা মৌমিতার মৃত্যুতে শোকাহত।’

শোক প্রকাশ করে রুয়েটের ম্যাটেরিয়াল স্যায়েন্স ও ইঞ্জিনিয়ারিং বিভাগের লেকচারার পবিত্র প্রসাদ মণ্ডল বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালে তার (মৌমিতা) মৃত্যু হয়। 

মৃত্যুর পর তার লাশ খুলনায় নিজ বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীপাবলির প্রদীপের আগুন কাল হলো তার। এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা শোকাহত।

টিএইচ