রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর

রাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২২, ০৪:৪৭ পিএম
রাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন উপ-উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর।

মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছাঃ রোখছানা বেগম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে রাজশাহী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৭৩ (সংশোধিত আইন, ১৯৯৯) এর ১৩ (১) ধারা অনুসারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের অধ্যাপক (গ্রেড-১) ড. মোঃ হুমায়ুন কবীর-কে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে, প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে তার নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে ৪ (চার) বছর হবে। প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদ সংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন। তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত দায়িত্ব পালন করবেন এবং মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

নিয়োগ বিষয় জানতে চাইলে উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম বলেন, সরকার যেহেতু তাকে যোগ্য মনে করেছে তাই নিয়োগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, ইত্যাদি উন্নয়নে এক সাথে কাজ করে যাবো বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কেএস