ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রকৌশলী আলিমুজ্জামান টুটুলের অজ্ঞাতপরিচয় এক ছাত্রীর সঙ্গে ফোনালাপ ফাঁসের বিষয়টি খতিয়ে দেখতে কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বুধবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যাল্যয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানা গেছে।
কমিটিতে ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মো. সাইফুল ইসলামকে আহ্বায়ক এবং একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মো. আলীবদ্দিন খানকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির আরেক সদস্য হলেন চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মামুনুর রহমান।
অফিস আদেশে বলা হয়েছে, গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জনাব মো. আলীমুজ্জামান (টুটুল)-এর আপত্তিকর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় বিশ্ববিদ্যালয়ের সুনাম বিনষ্ট হয়েছে বলে শিক্ষার্থীরা আবেদনে উল্লেখ করেছে। এ ধরনের নৈতিক স্খলনে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবিও করেছে। বিষয়টি খতিয়ে দেখে দ্রুততম সময়ের মধ্যে একটি রিপোর্ট দেওয়ার জন্য ভাইস-চ্যান্সেলর কমিটি গঠন করেছেন।
প্রসঙ্গত, গত ১৬ নভেম্বর ইবির নিউজ নামের একটি ফেসবুক আইডি থেকে একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে ৬ মিনিট ২১ সেকেন্ডের অডিওতে চাকরির প্রলোভন দেখিয়ে ওই শিক্ষার্থীর আপত্তিকর বিষয়ে কথা বলেন প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল। এই অডিও ফাঁসের ঘটনায় শনিবার (১৯ নভেম্বর) তার বহিষ্কার ও বিচারের দাবিতে প্রধান প্রকৌশলী মুন্সী সহিদ উদ্দীন মোহাম্মদ তারেকের কার্যালয়ে ভাংচুর চালায় শিক্ষার্থীরা। পরে তারা ভবনে তালা ঝুলিয়ে দেয়।
পরে আন্দোলনকারীরা টুটুলের স্থায়ী বহিষ্কার চেয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি দেয়।
কেএস