ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক কর্মশালা

ইবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২২, ০২:৪৯ পিএম
ইবিতে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক কর্মশালা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে গ্লোবাল সিটিজেনশিপ এন্ড সিভিক এডুকেশন শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৭ নভেম্বর) বেলা ১১ টায় রোভার স্কাউট গ্রুপের সদস্যদের অংশগ্রহণে টিএসসিসি‍‍`র ১১৬ নম্বর কক্ষে দিনব্যাপী ওয়ার্কশপটি অনুষ্ঠিত হয়।

ওয়ার্কসপের সভাপতিত্ব করেন রোভার স্কাউট গ্রুপের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম সালেহ।

উদ্বোধন করেন-উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান। এবং প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় রোভার সমন্বয়ক সাব্বির হোসেন জয়।

এছাড়া আরও উপস্থিত ছিলেন-কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান প্রক্টর অধ্যাপক ড.মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

উদ্বোধনকালে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান  বলেন, সুনাগরিক হতে হলে সত্যিকারের মানুষ হতে হবে। স্কাউটস সদস্যদের প্রথম কাজ নাগরিকদের সেবা দান করা। নাগরিকসেবা দেয়ার জন্য স্কাউট সদস্যদের সব সময় প্রস্তুত থাকতে হবে।

তিনি বলেন, আমাদেরকে প্রতিনিয়ত একই ভুল করা চলবে না। ভুলগুলো শুধরে নিয়ে নিজেদেরকে সংশোধন করতে হবে এবং প্রত্যেককে নিজ নিজ-নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন থাকতে হবে।

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, সচেতনতা, সুশৃংখলতা ও মানবিকতার আদর্শ ধারণ করে স্কাউট সদস্যদের সুনাগরিক হিসেবে দেশ গঠনে আত্মনিয়োগ করতে হবে।

এআই