বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩, ০৮:০৪ পিএম
বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় যুবক নিহত

নাটোরের বাগাতিপাড়ায় ট্রেনের ধাক্কায় আমিনুল ইসলাম (২৭) নামের এক যুবক নিহত হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের টেটনপাড়া রহমান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আমিনুল ইসলাম ওই গ্রামের সাবেক ইউপি সদস্য হযরত প্রামানিকের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ও রংমিস্ত্রির (নিমাণ শ্রমিক) কাজ করতেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতিবেশির মৃত্যু হওয়ায় তিনি ঘটনার দিন কাজে না গিয়ে বাড়িতে ছিলেন। সেই মৃতের জানাজায় অংশ নেয়ার পর বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া-দাওয়া শেষে বিকাল সাড়ে ৩টার দিকে মেয়ের জন্য বিস্কুট কিনতে বের হন। এসময় রেললাইনে উঠলে লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখি লালমনিরহাট এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। পরে স্বজনরা রেলের পাশ থেকে তার লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগাতিপাড়া মডেল থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে থানা পুলিশের একটা টিম সেখানে পাঠানো হয়েছিল। যেহেতু ট্রেনের ধাক্কায় মৃত্যু সেজন্য শান্তাহার রেলওয়ে পুলিশকে খবর দিয়ে তাদের হাতে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।

কেএস