ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে "ইভ্যালুয়েশন অফ সাইবার ক্রাইম এন্ড দ্যা নিড অফ সাইবার জুরিসপ্রুডেন্স ইন বাংলাদেশ" শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সভাকক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দা সিদ্দিকা। আলোচক হিসেবে বক্তব্য রাখেন একই বিভাগের অধ্যাপক ড. নূরন নাহার, সহযোগী অধ্যাপক ড.আব্দুল করিম খান, অধ্যাপক ড. আনিসুর রহমান। এবং রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু হানিফ (সেশন ২০১৪- ২০১৫)।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লোক প্রশাসন বিভাগের সভাপতি অধ্যাপক ড. লুৎফর রহমান, অধ্যাপক ড. আসাদুজ্জামান অধ্যাপক ড. শাহিনুর রহমান প্রমুখ।
কেএস