রাবি প্রেসক্লাবের সভাপতি অভি, সম্পাদক তুহিন

রাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৩, ০৫:২৫ পিএম
রাবি প্রেসক্লাবের সভাপতি অভি, সম্পাদক তুহিন

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রেসক্লাবের ২০২৩-২৪ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে দৈনিক ভোরের ডাক ও ঢাকা মেইলের রাবি প্রতিনিধি কামরুল হাসান অভিকে সভাপতি ও দৈনিক ইনকিলাবের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাজালাল ইসলাম তুহিনকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১২ ফেব্রুয়ারি) বিকাল ২টায় বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে নির্বাচন প্রক্রিয়া শেষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা ও প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. আমজাদ হোসেন।

কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি ওবাইদুল্লাহ রকি (দৈনিক আমাদের অর্থনীতি) ও মোস্তাফিজুর রহমান মিন্টু (ডেইলি সান), সহ-সাধারণ সম্পাদক জুবায়ের জামিল (প্রতিদিনের সংবাদ), কোষাধ্যক্ষ শোয়াইব শুভ (দ্যা বাংলাদেশ এক্সপ্রেস/নতুন প্রভাত), সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আসিক আদনান
(দৈনিক যায়যায়দিন/ রাজশাহী সংবাদ), দপ্তর সম্পাদক মনির হোসেন মাহিন (জাগো নিউজ), প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আলম নেহাল (দৈনিক আমার সংবাদ/রাজ টাইমস), ক্রীড়া সম্পাদক আসাদুল্লাহ গালিব (রাজশাহী প্রতিদিন/ঢাকা প্রকাশ)।

এতে কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন- মারুফ হোসেন মিশন (দৈনিক মানবজমিন/ দ্যা ডেইলি ক্যাম্পাস), আশিকুল ইসলাম ধ্রুব (দৈনিক ইত্তেফাক/ঢাকা টাইমস), জুবায়ের জিসান (ঢাকা পোস্ট)।

ফলাফল ঘোষণার সময় আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. ফজলুল হক, অধ্যাপক ড. হাছানাত আলী, অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে, সদ্য বিদায়ী সভাপতি বেলাল হোসাইন বিপ্লব, সহ-সভাপতি সোহানুর রহমান সুমন, এম আর মামুন, সাধারণ সম্পাদক আবু সাঈদ সজল প্রমুখ।

এদিকে, নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্যদ্বয়, প্রক্টর, জনসংযোগ দপ্তরের প্রশাসক, শিক্ষক সমিতি, বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি, শিক্ষক ফোরাম, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ছাত্রদলসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

কেএস