চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ বিভিন্ন প্রশাসনিক পদ থেকে ১৫ জন পদত্যাগ করেছেন।
রোববার (১২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের তারা ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে এম নূর আহমদের নিকট এ পদত্যাগ পত্র জমা দেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তারা পদত্যাগ করেছেন।
পদত্যাগের বিষয়ে চবি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার কে.এম. নূর আহমেদ বলেন, আজ ১৫ জন শিক্ষক ১৭টি পদ থেকে পদত্যাগ করেছেন। প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়াসহ সহকারী প্রক্টর ও বিভিন্ন হলের হাউজ টিউটর পদত্যাগ করেছেন। তারা সকলে তাদের ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ পত্র জমা দিয়েছেন।
তিনি আরও বলেন, পদত্যাগ করা সকলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তারা তাদের শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন। আমাদের প্রশাসন চলমান আছে। তাদের পদত্যাগে প্রশাসনের কর্ম তৎপরতা কমেনি। প্রক্টরের পদত্যাগে নতুন করে প্রক্টর নিয়োগ করা হয়েছে।