ঢাকা কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঢাকা কলেজ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২৩, ০৮:৩৬ পিএম
ঢাকা কলেজে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন

ঢাকা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উৎসব।

বৃহস্পতিবার কলেজের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে উক্ত জন্ম উৎসব পালন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট কথাসাহিত্যিক ও সাহিত্যসমালোচক অধ্যাপক ড. সৈয়দ মনজুরুল ইসলাম । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ড. মো. রেজাউল ইসলাম অধ্যাপক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ ইউসুফ।

পুরো উৎসব জুড়ে রবীন্দ্রনাথ এবং নজরুলের সংগীত পরিবেশনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বাংলা সাহিত্যের দুজন মহান কবিকে স্মরণ করা হয়। বাঙালির হৃদয়ে রবীন্দ্রনাথ ও নজরুল যেন চিরঅম্লান হয়ে রয়েছেন-সেটিই সুর আর সংগীতে ফুটে উঠেছে। আলো-আঁধারিতে সুরের মূর্ছনায় সবাই যেন অবগাহন করেছেন দুজন মহীরূহের বিশালতাকে।

অত্র কলেজের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রদের সতস্ফুর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি উদযাপন করা হয়।

আরএস