হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

হাবিপ্রবি সংবাদদাতা প্রকাশিত: আগস্ট ১, ২০২৩, ০১:১০ পিএম
হাবিপ্রবিতে জাতীয় মৎস্য সপ্তাহ পালিত

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ - ২০২৩ উদযাপিত হয়েছে।

কর্মসূচির অংশ হিসেবে রোববার (৩০ জুলাই) বেলা ১১টায় প্রশাসনিক ভবনের সামনে বেলুন উড়িয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর উপাচার্য অধ্যাপক ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে একটি র‍্যালী প্রশাসনিক ভবনের সামনে থেকে ওয়াজেদ ভবন প্রদক্ষিণ করে ফিশারিজ পুকুর পাড়ে এসে শেষ হয়। পরে ফিশারিজ পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।

পোনা অবমুক্তকরণ শেষে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক প্রচেষ্টায় বাংলাদেশের মৎস্য খাত এখন অনেক এগিয়ে গেছে।

মৎস্য খাতে প্রযুক্তির ব্যবহার বেড়েছে। গবেষকরা এসব আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দিন দিন নতুন জাতের মাছ উদ্ভাবন এবং মাছের কোয়ালিটি উন্নয়নে কাজ করতে পারছেন। করোনার মাঝেও বাংলাদেশ মৎস্য উৎপাদন করে দেশের প্রাণীজ আমিষের ঘাটতি পূরণে সক্ষম হয়েছে। আমি চাই আগামীতে দেশের মৎস্য সম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হাবিপ্রবির মাৎস্যবিজ্ঞান অনুষদ অগ্রনী ভূমিকা রাখবে এবং নতুন সম্ভবনা সৃষ্টি করবে।"

মৎস্য সপ্তাহ উদযাপন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক ও মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ইমরান পারভেজ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড.সাইফুর রহমানসহ মাৎস্যবিজ্ঞাস অনুষদের সকল চেয়ারম্যান ও অন্যান্য শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

এইচআর