ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরিতে বাথরুমের লাইনে দাঁড়ানো কে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পড়ে দুই শিক্ষার্থী। এতে সিনিয়র ছাত্র জুনিয়র ছাত্র কে মেরে নাক ফাটিয়ে দেন।
বুধবার (২২ নভেম্বর) রাত আটটার দিকে কেন্দ্রীয় লাইব্রেরীর ভেতরে এই ঘটনা ঘটে।
জানা গেছে ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৮-১৯ সেশন ছাত্র ইমন বাথরুমের লাইনে দাঁড়িয়ে সিরিয়াল ধরে। ইমন কে ডিঙ্গিয়ে তার সিনিয়র
ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৫-১৬ সেশন ছাত্র বাবর বাথরুমে যেতে চাইলে দুইজনের মধ্যে মারামারি শুরু হয়। এতে ক্যাম্পাসের সিনিয়র ছাত্র বাবর জুনিয়র ছাত্র ইমনের নাক ফাটিয়ে দেন। আহত ইমন চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির প্রধান লাইব্রেরীয়ান অধ্যাপক নাসির উদ্দিন মুন্সীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "মারামারির বিষয়ে আমি কিছুই জানি না। আপনার কাছ থেকে শুনলাম"।
এর আগেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার এবং বিজ্ঞান লাইব্রেরীর ভেতরে সিট এবং বাথরুমে দাঁড়ানো নিয়ে মারামারি হয়েছিল।
আরএস