ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৪, ১২:০৯ পিএম
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহালের দাবিতে মানববন্ধন
ছবি: আমার সংবাদ

চাকরিচ্যুত শিক্ষক আসিফ মাহতাবকে স্বপদে বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীার। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার সময় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সামনে এ মানববন্ধন করেন তারা।

এসময় ক্যাম্পাসের সামনে ট্রানজেন্ডার  বিয়ে বিষয়ে বিভিন্ন ধরনের স্লোগান দিতে দেখা যায় শিক্ষার্থীদের।

No description available.

উল্লেখ্য, গত শুক্রবার (১৯ জানুয়ারি) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে ‘বর্তমান কারিকুলামে নতুন পাঠ্যপুস্তক : বাস্তবতা ও ভবিষ্যৎ’ শীর্ষক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে ট্রান্সজেন্ডার বিষয়ক গল্প পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত করার প্রতিবাদ জানান শিক্ষক আসিফ মাহতাব।

তিনি বলেন, সপ্তম শ্রেণির পাঠ্যবইয়ে ট্রান্সজেন্ডারের গল্প ঢুকিয়ে শিক্ষার্থীদের মগজধোলাই করা হচ্ছে। এ সময় তিনি সবার সামনে ওই পাঠ্যবই থেকে ‘শরীফ থেকে শরীফা’ গল্পের পাতা ছিঁড়ে ফেলেন।

হামিদ/এআরএস