১৫ বছর পর বিসিএসের মৌখিক পরীক্ষার ডাক পেলেন দেবদাস বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৪, ০৫:৩২ পিএম
১৫ বছর পর বিসিএসের মৌখিক পরীক্ষার ডাক পেলেন দেবদাস বিশ্বাস

২০০৯ সালে বিসিএসের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন দেবদাস বিশ্বাস। তৎকালীন সময়ে বিসিএসের নিয়ম না মানায় মৌখিক পরীক্ষায় অযোগ্য বিবেচিত হন তিনি। সর্বশেষ সুপ্রীম কোর্টের আদেশে তার ভাইভা নেয়ার আদেশ দেয়  বাংলাদেশ সরকারী কর্মকমিশনের (পিএসসি)। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারী) পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক আনন্দ কুমার বিশ্বাস স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়।

এ ব্যাপারে আনন্দ কুমার বিশ্বাস বলেন, ২৯তম বিসিএসের সময় নিয়ম ছিলো মৌখিক পরীক্ষার সঙ্গে টাকার রশিদ নিয়ে আসা। কিন্তু তিনি সেটি না আনায় অযোগ্য বিবেচিত হন। এরপর তিনি আদালতে মামলা করেন। মামলার রায় থাকায় ওনার মৌখিক পরীক্ষা নেয়া হচ্ছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর-৩১৫৯/২০১১ এবং সিভিল পিটিশন ফর লীভ টু আপীল নম্বর-৩০৩১/২০১৮ এর রায়ের পরিপ্রেক্ষিতে ২৯তম বি.সি.এস. পরীক্ষা-২০০৯ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থী জনাব দেবদাস বিশ্বাস, রেজিস্ট্রেশন নম্বর- ০০১৫৭৫ এর মৌখিক পরীক্ষা আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিষ্টাব্দ সকাল ১১:০০ মিনিটে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন-এর প্রধান কার্যালয় আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

০২. কমিশন কর্তৃক প্রেরিত সাক্ষাৎকারপত্র এবং সাক্ষাৎকারপত্রে বর্ণিত কাগজপত্রসহ নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো। প্রার্থী নির্ধারিত তারিখ ও সময়ে মৌখিক পরীক্ষার বোর্ডে উপস্থিত হতে ব্যর্থ হলে তার মৌখিক পরীক্ষা আর গ্রহণ করা হবে না এবং তার প্রার্থিতা বাতিল হবে।

০৩. প্রেস বিজ্ঞপ্তিটি কমিশনের www.bpsc.gov.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরএস