রাবি সায়েন্স ক্লাবের ৪ দিনব্যাপি বইমেলা শুরু

রাবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৪, ০২:৪৫ পিএম
রাবি সায়েন্স ক্লাবের ৪ দিনব্যাপি বইমেলা শুরু

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সায়েন্স ক্লাবের উদ্যোগে আয়োজিত ৪ দিনব্যাপি ‘অমর একুশে গ্রন্থ কুটির-২০২৪’ এর উদ্বোধনী করা হয়েছে।

রবিবার শহীদ বুদ্ধিজীবী চত্বরে বইমেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম, অধ্যাপক মো. হুমায়ুন কবির, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক, অধ্যাপক ড. মো. তারিকুল হাসানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা।

রাবি সায়েন্স ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মো. সায়েম আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শেখ সৈকত।

এ সময় উপাচার্য রাবি সায়েন্স ক্লাবের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন এবং ক্লাবের দীর্ঘায়ু কামনা করেন।

মো. সায়েম আলম বলেন, বিজ্ঞানমনস্ক জাতি গঠনে রাবি সায়েন্স ক্লাব প্রতিষ্ঠালগ্ন থেকেই কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রতিবছর আমরা বই মেলা করে থাকি। অনলাইনে আসক্তির এই সময়ে শিক্ষার্থীদের বই পড়ার আগ্রহ ধরে রাখতে এবং আন্তর্জাতিক মাতৃভাষাকে স্মরণ করেই আমাদের বইমেলার আয়োজন।

ইএইচ