রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ ড. শামসুজ্জোহার শাহাদতবার্ষিকী এবং শিক্ষক দিবস পালিত হয়েছে।
রোববার সকালে সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে অবস্থিত শহীদ ড. শামসুজ্জোহার সমাধি ও জোহা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এ সময় তাকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এরপর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, আবাসিক হল, রাবি প্রগতিশীল শিক্ষক সমিতি, রাবি সাংবাদিক সমিতি, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘জোহা স্মারক বক্তৃতা-২০২৪’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনার বিষয় ছিল ‘আমাদের শিক্ষা ভাবনা’।
এ সময় বিভাগের শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
এছাড়া দিবসটি উপলক্ষে শহীদ শামসুজ্জোহা হল ও কেন্দ্রীয় জামে মসজিদে বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলন ও চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
ইএইচ