ঢাবিতে বাংলাদেশে ভাষা-চর্চা শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২৯, ২০২৪, ০৭:১৪ পিএম
ঢাবিতে বাংলাদেশে ভাষা-চর্চা শীর্ষক সেমিনার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ‘সমকালে বাংলাদেশে ভাষা-চর্চা’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার আরসি মজুমদার আর্টস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে সেমিনারের উদ্বোধন করেন।

ভাষা বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির এবং সেমিনারের আহ্বায়ক অধ্যাপক ড. সৈয়দ শাহরিয়ার রহমান বক্তব্য দেন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ভাষার ওপর বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রভাব তুলে ধরে বলেন, মানুষ জীবন ও জীবিকার তাগিদে অন্যভাষা রপ্ত করে এবং ধীরে ধীরে নিজের ভাষার উপর দখল হারিয়ে ফেলে। নিজের মাতৃভাষা প্রসারিত করতে হলে শুদ্ধ ভাষা চর্চার সাথে সাথে দেশের অর্থনৈতিক উন্নয়নের উপর তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, ঝুঁকিপূর্ণ ভাষাগুলোকে সংরক্ষণের জন্য সেগুলোর ডিজিটালাইজেশন, ভাষানীতি প্রণয়ন এবং আন্তর্জাতিক ব্যাপ্তি আরও বৃদ্ধি করতে হবে।

উল্লেখ্য, দিনব্যাপী এই সেমিনারে ৩টি অধিবেশনে দেশ-বিদেশের স্বনামধন্য ভাষাবিজ্ঞানীরা প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা অংশ নেন।

ইএইচ