কিডনি রোগে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

গবি প্রতিনিধি প্রকাশিত: মার্চ ১, ২০২৪, ০৬:০২ পিএম
কিডনি রোগে আক্রান্ত হয়ে গবি শিক্ষার্থীর মৃত্যু

কিডনিজনিত রোগে আক্রান্ত হয়ে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থী আতিকুর রহমান আতিক নামে এক শিক্ষার্থী মৃত্যুবরণ করেছেন।

শুক্রবার সকালে আতিকুর রহমান আতিকের বাবা এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, আনুমানিক ভোর ৫টা ৩০ মিনিটে নিজ বাসস্থানে মৃত্যুবরণ করেন আতিক। তার বাড়ি সিরাজগঞ্জ জেলার খোকশাবাড়ী ইউনিয়নে।

আতিকের সহপাঠীদের মধ্যে ওমর ফারুক রিফাত জানান, অসুস্থ অবস্থায়ও প্রায় দেড় মাস ক্লাসে অংশগ্রহণ করেছিল আতিক। কিন্তু অসুস্থতা বেড়ে যাওয়ায় আতিক পরবর্তী ক্লাসগুলোতে অংশগ্রহণ করতে পারেনি। ডিসেম্বরের পর থেকে তার শারীরিক অবস্থা বেশি অবনতি হওয়া শুরু করে।

বিশ্ববিদ্যালয়ের মেডিকেল ফিজিক্স এন্ড বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুল ইসলাম বলেন, আতিকের মৃত্যু আমাদের বিভাগের জন্য খুবই দুঃখজনক এবং আমরা খুবই শোকাহত। আতিক অনেকদিন ধরে অসুস্থ ছিল, ভর্তির পর থেকেই তার প্রতি আমাদের খেয়াল ছিল।

ইএইচ