প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

৩য় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন শুরু হবে শিগগিরই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ২১, ২০২৪, ০২:০২ পিএম
৩য় শ্রেণি পর্যন্ত ধারাবাহিক মূল্যায়ন শুরু হবে শিগগিরই

প্রাথমিক বিদ্যালয়ের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর ট্রেডিশনাল সাময়িকী পরীক্ষা আর থাকছে না। শ্রেণীভিত্তিক ধারাবাহিক মূল্যায়ন চালু থাকবে, খুব শিগগিরই অ্যাপসের মাধ্যমে এ কার্যক্রম চালু হবে ।

আজ বৃহস্পতিবার সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২৩ সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রাথমিক ও গণশিক্ষা  মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ।

সচিব বলেন, এটা অ্যাপসের মাধ্যমে ধারাবাহিক মূল্যায়ন করা হবে। যেটা নিয়ন্ত্রণ করবে এনসিটিবি। আমরা সহজে এখানে শিক্ষার্থীদের মূল্যায়ন পেয়ে যাব। এই অ্যাপস এর কাজ চূড়ান্ত পর্যায়ে আছে, খুব দ্রুতই আমরা এ পদ্ধতিতে চলে যাব।

বিআরইউ