খুবির পেডন’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

খুবি প্রতিনিধি: প্রকাশিত: এপ্রিল ৩, ২০২৪, ০২:১৬ পিএম
খুবির পেডন’র উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে খুলনা  বিশ্ববিদ্যালয়ের (খুবি) সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের শিক্ষার্থীদের সংগঠন ‘পেডন’।

মঙ্গলবার  (২ এপ্রিল) বিকালে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়  প্রায় পঁচিশটি (২৫) হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদের এই খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

পেডনের সভাপতি মো. ফাহিম রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং একজন মানুষ  হিসেবে ছিন্নমূল মানুষদের প্রতি আমাদের দায়বদ্ধতা আছে। সেই দায়বদ্ধতার জায়গা থেকে এবং ঈদের খুশি সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য  আমরা ডিসিপ্লিনের শিক্ষার্থী এবং শিক্ষকদের সহায়তায় তাদের জন্য কিছু করার চেষ্টা করেছি। তবে আমাদের আরো কিছু করার ইচ্ছে আছে।  আমরা আজকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে অসহায় বাচ্চাদের হাতে মেহেদী দেওয়া ছাড়াও আগামীকাল আশেপাশের পথশিশুদের জন্য ঈদের পোশাক উপহার দিবো।

সয়েল, ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট ডিসিপ্লিনের প্রধান মো. সানাউল ইসলাম শিক্ষার্থীদের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, সারা দেশের মানুষের কষ্টের টাকায় বিশ্ববিদ্যালয় চলে। সমাজের দুস্ত-অসহায় মানুষেদর সাহায্য করা তোমাদের দায়িত্ব।  এটা যে তোমরা অনুধাবন করতে পেরেছো শিক্ষক হিসেবে আমি গর্ববোধ করছি এবং আমি তোমাদের মধ্যে একটা সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।
বিআরইউ