কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মো. মামুন উল হক

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৪, ০৪:৩৭ পিএম
কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মো. মামুন উল হক

কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের স্ত্রীর সনদ বাণিজ্যের ঘটনায় মো. আলী আকবর খানকে কারিগরি শিক্ষা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে। 

নতুন করে কারিগরি শিক্ষা বোর্ডের অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যান হয়েছে প্রফেসর মো. মামুন উল হক। বর্তমানে তিনি কারিগরি শিক্ষা বোর্ডের আইটিসি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।  ২১ এপ্রিল  কারিগরি শিক্ষা বোর্ডের উপসচিব আনিসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে,  বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড আইন ২০১৮ এর উপধারা ১২ (৬) ও কারিগরি শিক্ষা বোর্ড বিধিমালা, ২০২২ এর উপবিধি ১৩ (২) অনুসারে নিম্মবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশের দপ্তরে পদায়ন করা হলো।

আরএস