বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষার্থীদের টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে সেমিনারের আয়োজন করে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহ শাখা।
অনুষ্ঠানে ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো হারুন-অর-রশিদ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন ওয়ান বাংলাদেশ ময়মনসিংহের সেক্রেটারি ও বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. মো আজহারুল ইসলাম।
এছাড়াও অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য প্রদান করেন অধ্যাপক ড. লাভলু মজুমদার। তিনি শিক্ষার্থীরা কীভাবে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে বক্তব্যে সেসব বিষয় তুলে ধরেন। এরপর শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন অধ্যাপক ড. লাভলু মজুমদার।
এ সময় উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী বলেন, শিক্ষার্থীরা বিসিএসের পিছনে যে সময় ও শ্রম ব্যয় করে সেই পরিমাণ শ্রম যদি উদ্যোক্তা হতে ব্যয় করে তাহলে খুব দ্রুত প্রতিষ্ঠিত হবে। বিসিএস ক্যাডার হতে ৪ থেকে ৫ বছর সময় লাগে। সেখানে সাফল্যের হার শতকরা এক ভাগ। এই ৪ বছর সময় কেউ ভালোভাবে কাজে লাগিয়ে উদ্দ্যেক্তা হলে সে সমাজে প্রতিষ্ঠিত হবে। শিক্ষার্থীরা চাকরির পিছনে সময় ব্যয় করবে না। একজন শিক্ষার্থী উদ্যোক্তা হলে সে অন্যজনকে চাকরি দিতে পারবে।
ইএইচ