রাবিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিরুদ্ধে কর্মসূচি

রাবি প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৪:১৪ পিএম
রাবিতে কোটা পদ্ধতি পুনর্বহালের বিরুদ্ধে কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রথম ও দ্বিতীয় শ্রেণির সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল ও সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।

রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমেদ সিনেট ভবন সংলগ্ন প্যারিস রোডে এই আন্দোলন কর্মসূচি পালন করে তারা।

আন্দোলনে শিক্ষার্থীরা কোটা পুনর্বহাল বাতিল, সব কোটার পরিমাণ ১০ শতাংশের নিচে কমিয়ে আনা এবং একজন কোটা সুবিধা ভোগকারী জীবনে যেকোনো পর্যায়ে একবার মাত্র কোটা সুবিধা নেয়ার দাবিসহ বিভিন্ন দাবি উল্লেখ করেন।

কর্মসূচিতে আরবি বিভাগের শিক্ষার্থী আশিকুল্লাহ মহিবের সঞ্চালনায় এই সময় দেড় শতাধিক শিক্ষার্থী আন্দোলনে অংশ নেন।

ইএইচ