কোটা বিরোধী আন্দোলন

সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি যানচলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ৮, ২০২৪, ০৪:২৯ পিএম
সায়েন্সল্যাবে শিক্ষার্থীদের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি যানচলাচল বন্ধ

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতি বাতিল এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা৷

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার (৮ জুলাই) বিকেলে ৩টা ৫০ মিনিটের দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷

এর আগে ঢাকা কলেজের শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন৷ মিছিলটি ইডেন মহিলা কলেজের সামনে পৌঁছালে তাতে ইডেনের শিক্ষার্থীরাও যোগ দেন৷ পরে একসঙ্গে তারা সায়েন্সল্যাব মোড় অবরোধ করেন৷

শিক্ষার্থীরা বলছেন, সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে। আমরা সরকারি চাকরিতে বৈষম্য চাই না৷ সাংবিধানিকভাবে সবার সমান অধিকার নিশ্চিত চাই৷

অবরোধে যোগ দেওয়া ঢাকা কলেজের শিক্ষার্থী সায়েম শামীম বলেন, সারাদেশের সাধারণ শিক্ষার্থীদের দাবি মেনে নিতে হবে৷ দাবি মেনে নেওয়া না পর্যন্ত আন্দোলন চলবে৷ বৈষম্যের সঙ্গে আমরা কোনো আপস করবো না৷

এসময় শিক্ষার্থীরা, ‘আঠারোর হাতিয়ার, গর্জে ওঠো আরেকবার’, ‘আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সংবিধানের মূল কথা, সবার জন্য সমতা’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’সহ বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতে থাকেন৷

এর আগে গতকাল রোববার শাহবাগসহ রাজধানীর ব্যস্ততম পয়েন্টে টানা চার ঘণ্টা অবরোধের পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আন্দোলনরত শিক্ষার্থীরা নতুন কর্মসূচি ঘোষণা করেন। তাতে জানানো হয়, সোমবারও বিকেল সাড়ে ৩টা থেকে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি পালন করবেন শিক্ষার্থীরা।

এদিকে, গতকালের মতো আজও কোটাবিরোধী আন্দোলনের অংশ হিসেবে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শুরুর পর সায়েন্সল্যাবসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। অবরোধে একই চিত্র দেখা গেছে রাজধানীর অন্য স্পষ্টগুলোতেও। এতে রাজধানীতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে, ভোগান্তি পোহাচ্ছেন নগরবাসী।

আরএস