শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাবি প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১২, ২০২৪, ০৬:০২ পিএম
শাহবাগ মোড় অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

‘বাংলা ব্লকেড’ কর্মসূচি চলাকালে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শুক্রবার বিকালে বিশ্ববিদ্যালয় চত্বর থেকে কোটা আন্দোলনকারীদের একটি বিক্ষোভ মিছিল ক্যাম্পাস ঘুরে টিএসসি হয়ে শাহবাগে এসে জড়ো হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে মাধ্যমে এ কর্মসূচি শেষ হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, বৃহস্পতিবার আন্দোলন চলাকালে রাজশাহী, চট্টগ্রাম, কুমিল্লা ও শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে অনেকেই আহত হয়েছে।

আমরা এর তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করেছি। আমরা কোটা পদ্ধতির একটি যৌক্তিক সমাধান চাই।

এর আগে বৃহস্পতিবার রাত ৯টায় শাহবাগে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচি শেষে এক সংবাদ সম্মেলনে এই বিক্ষোভের ঘোষণা দেয়া হয়।

ইএইচ