কোটা সংস্কার আন্দোলনের প্রতি অবজ্ঞা প্রদর্শন ও বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে মধ্যরাতে বিক্ষোভ মিছিল নিয়ে রাজপথে নেমেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
সোমবার মধ্যরাতে বিক্ষোভ মিছিলের উদ্দেশ্যে একে একে ক্যাম্পাসে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা।
এ সময় জবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীহলের মেয়েরা গেটের তালা খুলতে না পেরে গেস্ট রুমের পাশের দরজা দিয়ে ক্যাম্পাসে বের হয়ে একত্রিত হয়।
প্রতিবেদনটি লিখার আগে পর্যন্ত জানা যায়, বিক্ষোভ মিছিলটি বর্তমানে পুরান ঢাকার তাঁতিবাজার মোড়ে অবস্থান করছে।
রোকসানা তৃষ্ণা নামের উপস্থিত এক শিক্ষার্থী বলেন, আজকে কোটা সংস্কার আন্দোলনকারীদের নিয়ে বিরূপ মন্তব্যের আমরা তীব্র প্রতিবাদ জানাই। দেশের একজন অভিভাবকতুল্য মানুষের কাছে থেকে এমন বক্তব্য কখনোই আশা করা যায় না।
আরেক শিক্ষার্থী তামিম হোসেন বলেন, আমরা আমাদের যৌক্তিক দাবি আদায়ে রাজপথে নেমেছি। কিন্তু আজকে আমাদেরকে যেভাবে অবজ্ঞা করে কথা বলা হয়েছে এটা মোটেও বাংলার ছাত্র সমাজ মেনে নিবে না।
ইএইচ