স্বরাষ্ট্রমন্ত্রী

বঙ্গবন্ধুকন্যাকে শিক্ষার্থীরা কটূক্তি করেনি, কেউ শিখিয়ে দিয়েছে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুলাই ১৬, ২০২৪, ০৭:৩৬ পিএম
বঙ্গবন্ধুকন্যাকে শিক্ষার্থীরা কটূক্তি করেনি, কেউ শিখিয়ে দিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, বঙ্গবন্ধুকন্যাকে শিক্ষার্থীরা কটূক্তি করেনি, তাদের কেউ শিখিয়ে দিয়েছে। 

মন্ত্রী বলেন, ‘এগুলো শিখানো বক্তব্য, ছাত্রদের বক্তব্য নয়। অন্যের শেখানো বুলি তারা বলছে। তারা নিশ্চয়ই ভুলবশত এটি করছে।’

মঙ্গলবার (১৬ জুলাই) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এমন কথা বলেন।

আসাদুজ্জামান খান বলেন, আমি ছাত্রলীগ, ছাত্রদল সংজ্ঞায়িত করছি না। আমি বলেছি ছাত্ররা। ছাত্রদের এক দল হয়তো পক্ষে, অপর দল বিপক্ষে অবস্থান নিয়েছে। এখানে কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ভেতরে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনী কিছু করছে না। ছাত্রদের মধ্যে মতবিরোধ থাকতেই পারে। আমাদের কথা হচ্ছে, তারা নিয়মতান্ত্রিকভাবে তাদের কথা বলুক। তাহলে দেশের জনগণ সেটা উপলব্ধি করতে পারবে। মতবিরোধ হলেই কিছু বাগবিতণ্ডা হয়। আমরা নিরাপত্তা বাহিনীকে বলেছি, প্রয়োজন না পড়লে তারা যেন সেখানে না যায়।

দেশের আইনশৃঙ্খলা ভেঙ্গে পড়েছে কি না? উত্তরে তিনি বলেন, ‘ভেঙ্গে পড়েছে, এটাতে আমি একমত নই, আইনশৃঙ্খলা সঠিক পথেই আছে। আমি সবসময় বলে আসছি, ছাত্ররা ভুল করছে, ভুল পথে চলছে। আমরা মনে করি, ছাত্ররা সরে যাবে। তাদের যদি কিছু বলার থাকে তাহলে তারা কোর্টে এসে বলতে পারে। রাস্তা অবরোধ করে দাবি আদায়, এটা সঠিক পথ নয়।’

ছাত্রদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হবে কি না, গতকালকের ঘটনায় প্রশাসনিক দুর্বলতা ছিল কি না— এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, ঘোলা পানিতে অনেকেই মাছ শিকারে পারদর্শী। তাদের অনেকেই লেগে গেছেন মোটিভেট করতে। জামায়াত ও বিএনপি বাইরে থেকে ইন্ধন দিতে পারে। আমরা এখন পর্যন্ত ধৈর্য দেখিয়ে আসছি। আমরা মনে করি তারা আমাদের ভবিষ্যৎ। তারা সঠিক পথে অবশ্যই আসবে। তবে, কোনো ধরনের ধ্বংসাত্মক কাজে যদি তারা নেমে আসে তাহলে আমাদের কাজ আমরা করব। আমি আহ্বান জানাব, তারা যেন এসব কার্যক্রম বন্ধ করে ফিরে আসে।

সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনায় প্রশাসন কী ব্যবস্থা নেবে— জবাবে তিনি বলেন, যখন কোনো আন্দোলন হয়, তখন বিভিন্ন মহল থেকে মেসেজ আদান-প্রদান হয়। আমরা সেগুলো দেখছি। আমাদের দলের সাধারণ সম্পাদক বলেছেন, এখানে বদ-উপদেশ দেয়ার জন্য লোক ঢুকেছে। তারা যেন তাদের উপদেশে কাজ না করে। ছাত্ররা কোটা আন্দোলন করছে, সেখানে আমাদের বলার কিছু নেই। কথা হচ্ছে, তারা যদি কারও পরামর্শে ভাঙচুর করে, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করে তাহলে আমরা কিন্তু কাউকে ছাড় দেব না। ধ্বংস, জনদুর্ভোগ, রক্তপাত করলেই আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে তাদের কাজটি করবেন। তাদের নির্দেশ দেয়া হয়েছে, যেখানেই ভাঙচুর হবে, ধ্বংসাত্মক হবে, হত্যা হব, রক্তপাত হবে সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করবেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে দেওয়া বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘স্টেট ডিপার্টমেন্ট বলেছে, দুজন নিহত হয়েছেন, কথাটি সত্য নয়। আমাদের কাছে যে খবর এসেছে সেটা হলো, ইটপাটকেল ছোড়াছুড়িতে কয়েকজন আহত হয়েছেন। ঢাকা মেডিকেলে তারা চিকিৎসা নিয়েছেন। এ খবর আমাদের কাছে আছে, কোনো মৃত্যুর খবর নেই।’

বিআরইউ