বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার দুপুর আড়াইটায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে নোবিপ্রবিসহ নোয়াখালীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের অংশগ্রহণে গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে গণমিছিলটি নোয়াখালী জিলা স্কুলের সামনে গিয়ে শেষ হয়। গণমিছিল শেষে নোয়াখালী জিলা স্কুলের সামনে অবস্থান নিয়ে আন্দোলনকারীরা অবস্থান কর্মসূচি পালন শুরু করে।
এ সময় স্থানীয় এলাকাবাসীরা আন্দোলনকারীদের সাথে একাত্মা পোষণ করে অবস্থান কর্মসূচিতে যোগ দেন।
ইএইচ