ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

বাকৃবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ৩, ২০২৪, ০৮:৩৯ পিএম
ফেসবুকে পোস্ট দিয়ে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতি নিচ্ছেন বাকৃবি শিক্ষার্থীরা

ফেসবুকে পোস্ট শেয়ার করে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে গণহারে অব্যাহতি নিচ্ছেন শিক্ষার্থীরা।

জানা যায়, বিভিন্ন অনুষদ, হল ও বর্ষের শিক্ষার্থীরা যারা বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন তারা নিজেদের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে পোস্ট শেয়ার করে ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দেন। এছাড়াও অন্য কোনো রাজনৈতিক দলের সাথে ভবিষ্যতে সম্পৃক্ত না হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। প্রায় শতাধিক শিক্ষার্থী বাকৃবি শাখা ছাত্রলীগের রাজনীতি থেকে অব্যাহতির ঘোষণা দিয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সূত্রে জানা যায়, নিজের বিবেকবোধ ও আত্ম অনুশোচনা থেকে, দেশ ও দেশের মানুষের স্বার্থে, বর্তমান প্রেক্ষাপটে রাষ্ট্র ব্যবস্থা, মা-বোনদের-ভাইদের ওপর হামলা এ সকল অবস্থা বিচার বিবেচনা করে শিক্ষার্থীরা ছাত্রলীগ কর্মী পরিচয় থেকে অব্যাহতি নিচ্ছেন।

ইএইচ