শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় দায়িত্ব গ্রহণ করলেন বশেমুরবিপ্রবি প্রক্টর

বশেমুরবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৪, ০৮:০৭ পিএম
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পুনরায় দায়িত্ব গ্রহণ করলেন বশেমুরবিপ্রবি প্রক্টর

শিক্ষার্থীদের আন্দোলন ও দাবির মুখে পুনরায় প্রক্টরের দায়িত্ব নিতে বাধ্য হয়েছেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) প্রক্টর ড. মোহাম্মদ কামারুজ্জামান।

সরকার পতনের পর গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন করে শিক্ষার্থীরা।

পদত্যাগের আগ মুহূর্তে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক দায়িত্বে থাকা বেশ কয়েকজনকে অব্যাহতি দেন। এরপর অব্যাহতি প্রত্যাহারের কাগজেও স্বাক্ষর করেন তিনি। প্রত্যাহারের পর সবাই স্ব-স্ব পদে ফিরলেও ফিরেননি বশেমুরবিপ্রবি প্রক্টর।

বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে সাধারণ শিক্ষার্থীরা প্রক্টরকে পুনরায় দায়িত্বে ফেরত আনার দাবিতে আন্দোলন শুরু করেন।

পরবর্তীতে আন্দোলনের মুখে আবারও দায়িত্বে ফিরতে বাধ্য হন প্রক্টর মো. কামরুজ্জামান।

এ সময় তিনি শিক্ষার্থীদের শান্ত করে বলেন, নতুন উপাচার্য আসা অবধি এবং উনি সিদ্ধান্ত দেয়া অবধি তোমাদের প্রয়োজনীয় সব স্বাক্ষর ও নিরাপত্তা জনিত আইনি রুটিন ব্যবস্থা গুলো আমি আপদকালীন সময় বিবেচনায় করবো। রুটিন দায়িত্বের মতো। কিন্তু নতুন উপাচার্য এসে উনি একজনকে দায়িত্ব দিলে আমরা সবাই তাকে সহযোগিতা করবো, যাকেই দিক। আপাতত আমি যতটা পারা যায়, জরুরি মুহূর্তের বিষয়গুলো দেখবো।

ইএইচ