রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. তারিকুল হাসান পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক।
তিনি বলেন, আমি আজ সকালে অফিসে এসে জানতে পারি ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক তারিকুল হাসান পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে উপাচার্যের কার্যালয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন তিনি।
এ বিষয়ে জানতে চাইলে সদ্য সাবেক রেজিস্ট্রার অধ্যাপক ড. তারিকুল হাসানের ফোনে একাধিকবার কল দিয়েও তাকে পাওয়া যায়নি।
এর আগে গতকাল সোমবার থেকে আজ বেলা ১১টা মধ্যে রেজিস্ট্রারকে পদত্যাগের আল্টিমেটাম দেন রাবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলননের সমন্বয়করা। সমন্বয়কদের বেঁধে দেওয়া সময়ের আগেই পদত্যাগ তিনি।
রেজিস্ট্রারের পদত্যাগ চেয়ে গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের আইডি থেকে পোস্ট করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক গোলাম কিবরিয়া মোহাম্মদ মেশকাত চৌধুরী। তিনি লিখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান (ভারপ্রাপ্ত) কে পদত্যাগ করতে আমরা আগামীকাল সকাল ১১ টা পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছি। দেশ স্বাধীন হবার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা হলে ফিরতে শুরু করে, ইতোমধ্যে অনেকাংশে ক্যাম্পাসে চলে এসেছেন।
তিনি আরো লিখেন, ১৯৭৩ সালের অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্মকর্তা এখন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মো. তারিকুল হাসান। তিনি চাইলে ডিনদের সাথে মিটিং করে ক্লাস চালু করে দিতে পারতেন। কিন্তু তিনি কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো ফোনই পিক করেন না। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং শিক্ষকদের সাথে যোগাযোগ করে জানা গেছে, পেছনের তারিখে বেশকিছু গুরুত্বপূর্ণ নথিপত্রে সাক্ষর করেছেন তিনি। তাই আমরা তার পদত্যাগ দাবি করছি।
বিআরইউ