ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

জবি প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৪, ০৪:৩১ পিএম
ভারতে মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জবিতে বিক্ষোভ

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতীয় পুরোহিতের কটূক্তি এবং সেই বক্তব্যকে বিজেপির এক নেতার সমর্থন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার যোহরের নামাজের পর এ মিছিল শুরু করেন তারা।

এদিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে মিছিল শুরু করেন শিক্ষার্থীরা। এরপর ভিক্টোরিয়া পার্ক সংলগ্ন রাস্তা হয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ ঘুরে ভাস্কর্য চত্বরে এসে শেষ হয় মিছিলটি।

এ সময় শিক্ষার্থীরা বলেন, ভারতের এক কুলাঙ্গার আমাদের নবীকে (সা.) নিয়ে কটূক্তি করেছে। আমরা এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যকে ধিক্কার জানাই। যারা নবী (সা.) ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে আমরা তার প্রতিবাদ জানাই। আগামীতেও বাংলাদেশের ভিতরে ও বাইরে যারা এ ধরনের কটূক্তি করবে আমরা তাদের প্রতিহত করব। অর্ন্তবর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি জানাই, সরকার রাষ্ট্রীয়ভাবে এর নিন্দা জানাক।

মিছিলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ইএইচ