ববিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

ববি প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৪, ০৭:১৯ পিএম
ববিসাসের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

‘বস্তুনিষ্ঠ সংবাদ, তারুণ্যের মূলপ্রবাদ’ স্লোগানকে সামনে রেখে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (ববিসাস) ৫ম বর্ষপূর্তি ও ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের টিএসসির ৩য় তলার সভাকক্ষে আলোচনা সভা ও কেক কাটার মধ্যদিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

এছাড়াও প্রতিষ্ঠাবার্ষিকীর দিনটিকে স্মরণীয় রাখতে ক্যাম্পাসে বৃক্ষরোপণ করেন সমিতির সদস্যরা।

ববিসাসের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ববিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন, দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ এনামুল হোসেন, কার্যনির্বাহী সদস্য মো.মাসুদ রানা, মেহেদী হাসান সহ অন্যান্য সদস্য, সহযোগী সদস্যরা ও শিক্ষানবিশ সদস্যরা।

এ সময় বক্তব্য দেন- ববিসাসের সাধারণ সম্পাদক মো. ইমদাদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহিদ হোসেন এবং দপ্তর প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. রবিউল ইসলাম।

ইএইচ