৩৪তম বিসিএসের ৬৭২ শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৪, ০৯:৩৬ পিএম
৩৪তম বিসিএসের ৬৭২ শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি

৩৪তম বিসিএসে কোটার জন্য ৬৭২টি পদ সংরক্ষণ করে শূন্য রেখেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। এসব শূন্য পদে মেধার ভিত্তিতে নিয়োগের দাবি জানিয়েছে ৩৪তম বিসিএস কোটা বৈষম্যের শিকার ক্যাডার বঞ্চিত ফোরাম।

আজ শনিবার (৫ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে ফোরামের পক্ষ থেকে এ দাবি জানানো হয়। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন ফোরামের আহ্বায়ক ডা. মো. তফিফুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘৩৪তম বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ সব ধাপে কৃতকার্য ৮ হাজার ৭৬৩ জন প্রার্থী থেকে ২ হাজার ১৫৯ জনকে বিভিন্ন ক্যাডার পদে সুপারিশ করে পিএসসি। বাকি ৬ হাজার ৫৮৪ জন প্রার্থী কৃতকার্য হওয়ার পরও তাদের ক্যাডার পদে সুপারিশ করা হয়নি। অথচ কোটার জন্য ৬৭২টি পদ সংরক্ষণ করে শূন্য রাখা হয়। এতে আমরা বৈষম্যের শিকার হই।

এই পদগুলোয় মেধার ভিত্তিতে নিয়োগদানের জন্য প্রধান উপদেষ্টা বরাবর আবেদন জানাচ্ছি।’

তিনি আরো বলেন, ‘৩৪তম বিসিএসের আগের ৩৩তম এবং পরবর্তী ৩৫, ৩৬ ও ৩৭তম বিসিএসের চূড়ান্ত ফলাফলে কোনো ধরনের কোটা সংরক্ষণ করা হয়নি এবং কোটার শূন্য পদে উত্তীর্ণ প্রার্থী থেকে মেধা অনুযায়ী পূরণ করা হয়। তাই ৩৪তম বিসিএসে ক্যাডারে কোটা সংরক্ষণ করা অত্যন্ত বৈষম্যমূলক।’

আরএস