নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টসের অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৪, ০৪:০০ পিএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টসের অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

বিশ্বব্যাংকের অর্থায়নে বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগ এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধির জন্য সারাদেশে চলমান প্রশিক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে ‍‍`ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস‍‍` এর অ্যাকটিভেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে অধ্যাপক ড. মো. সুজন আলীর সভাপতিত্বে এ প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এএইচএম কামাল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান এবং ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর অফ এডজ মোহাম্মদ মহিদুর রহমান খান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন- ডিজিটাল স্কিলস ট্রেনিংয়ের প্রোগ্রাম কো-অর্ডিনেটর ড. শুভ্রত কুমার দাস।

পাশাপাশি ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন মো. আবু রায়হান- সিনিয়র ওয়েব ডেপেলভার (বিডি টাস্ক লিমিটেড), মো. আফরোজ আল আজাদ-সফটওয়্যার ওয়েব ডেভেলপার।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন সহকারী অধ্যাপক ড. হাবিবা সুলতানা এবং মডারেটর হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান।

ইএইচ