নোবিপ্রবি ভিসি

ছাত্রছাত্রী শিক্ষক এবং গবেষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কল্যাণ বয়ে আনবে

নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৮, ২০২৪, ০৯:০৭ পিএম
ছাত্রছাত্রী শিক্ষক এবং গবেষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক কল্যাণ বয়ে আনবে

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেছেন, দেশের পলিসি মেকার ও একাডেমিয়ান উভয়ের মাঝে সহযোগিতামূলক সম্পর্ক সমাজের জন্য ইতিবাচক কল্যাণ বয়ে  আসবে। উন্নত এবং উন্নয়নশীল উভয় দেশের ছাত্রছাত্রী, শিক্ষক এবং গবেষকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তুলতে হবে।

বলেছেন, উন্নত দেশগুলোর প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতেও  প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে। স্থায়ীত্বশীলতার কোনো বিকল্প নেই। আমরা যাই করি না কেন আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে করা উচিত।

নোবিপ্রবিতে দ্বিতীয় বারের মতো আয়োজিত ‘মেশিন ইন্টেলিজেন্স অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস’ শীর্ষক ২য় আন্তর্জাতিক কনফারেন্স উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

শুক্রবার সকাল ১০টায় নোবিপ্রবি অ্যাকাডেমিক ভবন-২ এর ভিসি অন সেমিনার কক্ষে এর উদ্বোধন করেন  নোবিপ্রবি ভিসি অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

কনফারেন্স সেক্রেটারি মো. শাহরিয়ার সেতুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবি বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহামন ভূঞা।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অর্গানাইজিং চেয়ার মো. ইফতেখারুল আলম ইফাত এবং তানজিনা ফাতেমা প্রভা।  

কনফারেন্সে কি-নোট স্পিকার ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অধ্যাপক ও গবেষক প্রফেসর নিকোলা কাসাবভ, প্রফেসর মোহাম্মদ স্লিম আলুইনি, প্রফেসর ড. মো. আব্দুর রাজ্জাক, প্রফেসর সোজো ইনু, প্রফেসর ড. মোহাম্মদ আলী মনি।

ইএইচ