উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে প্রকাশ্য এলো শাবিপ্রবি ছাত্রশিবির

শাবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৪, ০৩:১৬ পিএম
উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়ে প্রকাশ্য এলো শাবিপ্রবি ছাত্রশিবির

উপাচার্য বরাবর স্মারক লিপি দিয়ে এবার প্রকাশ্য এলো শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখা ছাত্রশিবির।

বুধবার সকাল ১১টার দিকে নিজেদের ফেসবুক পেজের পোস্টের মাধ্যমে শিবিরের সভাপতি তারেক মনোয়ার এবং সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিনের নাম প্রকাশ করা হয়।

জানা যায়, ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ও সাধারণ সম্পাদক মাসুদ রানা তুহিন বাংলা বিভাগের একই শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

একই পেজের ফেসবুক পোস্টের মাধ্যমে জানা যায়, জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার আলোকে ফ্যাসিবাদমুক্ত ক্যাম্পাস বিনির্মাণের প্রস্তাবনা নিয়ে ভিসি বরাবর দেয়া স্মারকলিপিতে ১৩ টি বিষয়ে ৫২টি প্রস্তাবনা তুলে ধরেন শিবিরের সভাপতি-সাধারণ সম্পাদক।

এগুলোর মধ্যে ফ্যাসিবাদের মূলোচ্ছেদ সংক্রান্ত, প্রশাসনিক কার্যক্রম সংক্রান্ত, অ্যাকাডেমিক কার্যক্রম সংক্রান্ত, আবাসন সংক্রান্ত, পরিবহণ সংক্রান্ত, নিরাপত্তা সংক্রান্ত, গবেষণার মানোন্নয়ন সংক্রান্ত, ইউসি সংক্রান্ত, লাইব্রেরি সংক্রান্ত, শিক্ষক নিয়োগ সংক্রান্ত, ধর্মীয় উপসনালয় সংক্রান্ত, শারীরিক শিক্ষা কেন্দ্র সংক্রান্ত এবং মেডিক্যাল সেন্টার সংক্রান্ত বিষয়ে প্রস্তাবনা তুলে ধরা হয়।

এ ব্যাপারে শাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি তারেক মনোয়ার বলেন, ‍‍`আগামীতে সুন্দর, স্বচ্ছ এবং ফ্যাসিবাদ মুক্ত ক্যাম্পাস বিনির্মাণে আমরা উপাচার্য বরাবর স্মারকলিপি জমা দিয়েছি। তিনি আরও বলেন, ‘শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক প্রয়োজনে আমরা পাশে আছি। আমরা সব সময় বিশ্ববিদ্যালয়ের নিয়ম-শৃঙ্খলা মেনেই শিক্ষার্থীদের স্বার্থে কাজ করে যাব।’

ইএইচ