টিএসসিতে ভিসি বাংলোর সামনে ‘উচ্চশব্দে গান’ বাজালেন ছাত্রীরা

আমার সংবাদ ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ৮, ২০২৪, ১২:০৬ এএম
টিএসসিতে ভিসি বাংলোর সামনে ‘উচ্চশব্দে গান’ বাজালেন ছাত্রীরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় প্রায় প্রতিদিন কোনোও না কোনও অনুষ্ঠানে হচ্ছে। সেখানে সন্ধ্যার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে উচ্চশব্দে গান বাজানো হয়। এমন অভিযোগ করে এর প্রতিবাদে উপাচার্য বাংলোর সামনে অবস্থান নেন টিএসসির পার্শ্ববর্তী দুটি হলের (শামসুন্নাহার ও রোকেয়া হল) নারী শিক্ষার্থীরা।

শনিবার রাত সাড়ে ৯টার পর নারী শিক্ষার্থীরা উপাচার্য বাংলোর সামনে অবস্থান নেন হল দুটির শিক্ষার্থীরা। প্রতিবাদ হিসেবে সাউন্ডবক্সে উচ্চশব্দে গান বাজান তারাও।

তাদের দাবি, উচ্চশব্দের কারণে তাদের পড়াশোনায় ব্যঘাত ঘটে। বিভিন্ন সময় তাদের পরীক্ষা থাকে, কিন্তু তারা শব্দের কারণে পড়াশোনাতেও মনোযোগ দিতে ব্যর্থ হন।

তারা জানিয়েছেন, উপাচার্য যতক্ষণ পর্যন্ত টিএসসির এই সমস্যা সমাধানের জন্য লিখিত আশ্বাস দেবেন, ততক্ষণ তারা সেখানে অবস্থান করবেন।

আশরেফা খাতুন নামে শামসুন্নাহার হলের এক নারী শিক্ষার্থী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে এই কর্মসূচির ঘোষণা করেন।

তিনি বলেন, ‘টিএসসির দৈনন্দিন ডিজে পার্টি, গানবাজনা ও রাজু ভাস্কর্যের ডেইলি উচ্চশব্দে মাইক বাজানোর কারণে শামসুন্নাহার এবং রোকেয়া হলবাসীর জীবন পুরোপুরি বিপর্যস্ত। মাথা ব্যথায় ভুগতে হয় প্রতিদিন, পড়াশোনা করার মতো অবস্থা থাকে না।’

ইএইচ