‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২৪, ০৭:৫৫ পিএম
‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’র বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠিত

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার উদ্যোগে আয়োজিত বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় রাজধানীর বাংলাদেশ ফিল্ম আর্কাইভ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়াজন করা হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম পিএইচডি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- হাওয়ার্ড ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক পরিচালক মাকসুদুর রহমান, ডা. মুজাহিদুল ইসলাম, সাব্বির বিন হারুন।

প্রধান অতিথি প্রফেসর ইউসুফ মাহবুবুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মানুষ সৃষ্টির সেরা জীব, আর শ্রেষ্ঠ মানুষ হতে হলে আল্লাহর দেওয়া নিয়মে চলতে হবে।

অভিভাবকদের উদ্দেশ্যে তিনি বলেন, সন্তানদের সকল প্রশ্নের জবাবে, বকা আর মিথ্যার আশ্রয় না নিয়ে পালটা প্রশ্ন দিয়ে সঠিকভাবে বুঝিয়ে দেয়া।

বিশেষ অতিথি ড. মির্জা গালিব অবিভাবকদের উদ্দেশ্যে বলেন, সন্তানদের শুধু পড় পড় না বলে, নিজে বই নিয়ে পড়তে বসা, একইভাবে প্রত্যেক কাজ শিখানো। আমাদের ঐক্য গড়ে তুলতে হবে ধর্ম, বর্ণ, স্থান আমাদের যেন বৈষম্য কারণ হয়ে না দাড়ায়।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পরিচালক এইচ এম সালাহউদ্দিন মাহমুদ পরিচালনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সদস্য সচিব এইচ এম আবু তাহের।

দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকার পরিচালক এইচ এম সালাহউদ্দিন মাহমুদ তার উদ্বোধনী বক্তব্যে বিজয়ের মাসে স্বাধীনতার যুদ্ধে আত্মবলিদানকারী সকল বীর শহীদদের স্মরণ করে বলেন, ‘শিক্ষার্থীদেরকে আগামী দিনের যোগ্য নাগরিক হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করার জন্য বৃত্তি প্রকল্পের মাধ্যমে উৎসাহ প্রদান করে থাকি। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা ও পরিচর্যা করতে পারলে তারা শুধু দেশ নয় আন্তর্জাতিক অঙ্গনেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে।’

উল্লেখ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ‘দি স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ঢাকা’ প্রতিবছর রাজধানীর সকল শিক্ষাপ্রতিষ্ঠানের তৃতীয় থেকে নবম শ্রেণিতে পড়ুয়া সকল স্কুল ও মাদরাসার শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষার আয়োজন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ২০২৪ সালের  ২৭ আগস্ট  থেকে ২০ অক্টোবর পর্যন্ত মাসব্যাপী রেজিস্ট্রেশন কার্যক্রমে ২৪৮০জন শিক্ষার্থী রেজিস্ট্রেশন করে।

২৫ অক্টোবর মেধা মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ মেধা মূল্যায়ন পরীক্ষায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের মধ্যে এবছর সর্বোচ্চ নম্বর প্রাপ্তির ভিত্তিতে ট্যালেন্টপুল ও সাধারণ কোটায় ১৪৯ জন কৃতি ছাত্র-ছাত্রীদেরকে বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠানে সকল বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে শ্রেণিভিত্তিক নগদ অর্থ, সনদ, সম্মাননা ক্রেস্ট ও মোটিভেশান বই প্রদান করা হয়।

ইএইচ