২০২৪ সালে বিভিন্ন ঘটনা আর অঘটনের সময় পার করেছে দক্ষিণবঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি)। নানা প্রাপ্তি-অপ্রাপ্তিসহ যেমন কাটলো ববিতে বিদায়ী বছরটি এক নজরে দেখে আসা যাক।
কোটা আন্দোলনে শহিদদের স্মরণে ববিতে প্রথম শহিদ বেদি স্থাপন:
১৭ জুলাই সারাদেশে কোটা আন্দোলনে শহিদ শিক্ষার্থীদের স্মরণে ববির সাধারণ শিক্ষার্থীরা শহিদ বেদি নির্মাণ করেন। অধিকার আদায়ের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগ পরবর্তী প্রজন্মকে জানানোর জন্যই ছিল এ বেদির নির্মাণ। উপাচার্যের বাসভবনের পূর্বপাশে এ বেদি নির্মাণ করা হয়।
ক্ষমা চেয়ে ক্যাম্পাস ত্যাগ করলো পুলিশ-বিজিবি:
১৮ জুলাই ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিতে ববির আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর টিয়ার শেল, রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন। এতে ক্ষুব্ধ হয়ে উঠেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা শুরু করেন।
এসময় পুলিশ সদস্যরা ছত্রভঙ্গ হয়ে পিছু হটে। এর পরপরই শিক্ষার্থীরা হাতে লাঠিসোঁটা নিয়ে ঢাকা-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের মাইকে আন্দোলনরত শিক্ষার্থীরা তাদের পাশে স্থানীয়দের এগিয়ে আসতে অনুরোধ জানান। স্থানীয়রাও একাত্মতা প্রকাশ করে সড়কে নেমে পড়েন।
এদিকে শিক্ষার্থীদের মহাসড়কে অবস্থানের কিছুক্ষণ পর খয়রাবাদ সেতুর প্রান্তে আটকে পড়ে পুলিশ, বিজিবি ও এপিবিএন পুলিশ সদস্যরা। তারা বরিশাল নগরমুখী হতে চাইলে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। পরে ভুল স্বীকার করে ক্ষমা চাইলেই আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে তাদের দপদপিয়া সেতু পর্যন্ত এগিয়ে দেয়।
দলীয় রাজনীতি নিষিদ্ধ:
শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেটের ৮৫তম সভায় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী কোনো রাজনৈতিক বা পেশাজীবী সংগঠনের সঙ্গে জড়িত থাকতে পারবেন না বলে সিদ্ধান্ত হয়। এই মর্মে ১১ আগস্ট নোটিশ দেয় ববি প্রশাসন।
উপাচার্য-প্রক্টরসহ ১৯ জনের পদত্যাগ:
জুলাই বিপ্লবের পর ২০ আগস্ট শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ববির তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভূইয়া ও প্রক্টর ড. মো. আবদুল কাইউমের পদত্যাগের পর পর সহকারী প্রক্টর এবং হল প্রভোস্টসহ আরো ১৭ জনও পদত্যাগ করেন।
ববিতে প্রথম নারী উপাচার্য:
উপাচার্য পদ থেকে অধ্যাপক ড. মো. বদরুজ্জামান ভুঁইয়ার পদত্যাগের পর ২৩ সেপ্টেম্বর ববিতে প্রথম নারী উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. শুচিতা শারমিন।
উপ-উপাচার্য পদে প্রথম নিয়োগ:
৩০ অক্টোবর ববির প্রথম উপ-উপাচার্য হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড রিসার্চ বিভাগের অধ্যাপক ড. গোলাম রব্বানি।
সড়ক দুর্ঘটনায় ববি ছাত্রী মাইশার মৃত্যু:
৩১ অক্টোবর আনুমানিক রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুলিশ বক্সের সামনে সড়ক দুর্ঘটনায় ববির পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম নিহত হন। এ ঘটনার পর ঘাতক বাস চালককে গ্রেফতারের দাবি, বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে ফুটওভার ব্রিজ নির্মাণসহ বিভিন্ন দাবিতে আন্দোলনে নামেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এক দফা:
ববি উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের দাবিতে একদফা ঘোষণা করে শিক্ষার্থীরা। ৩০ নভেম্বর প্রশাসনিক ভবনের নিচতলায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা এ দাবি জানান।
শিক্ষার্থীদের অভিযোগ, দায়িত্ব গ্রহণের পর উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। এছাড়াও শেখ হাসিনা ও তার পরিবারের নামে থাকা হলগুলোর নাম পরিবর্তন, মেডিকেল সেন্টারের ওষুধ সরবরাহ, এবং নিরাপত্তা ব্যবস্থা উন্নয়নে কোনো দৃশ্যমান অগ্রগতি হয়নি। এছাড়াও শিক্ষার্থীদের ২২ দফা দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তারা।
উপাচার্য ড. শুচিতা শরমিনকে এক মাসের আল্টিমেটাম:
উপাচার্য ড. শুচিতা শরমিনের পদত্যাগের এক দফা দাবি থেকে সরে এসে বেশ কিছু দাবি বাস্তবায়নের জন্য এক মাসের সময় বেঁধে দেন শিক্ষার্থীরা। ২ ডিসেম্বর সন্ধ্যায় আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে এক বৈঠকে বসেন উপাচার্য।
এসময় অ্যাকাডেমিক, প্রশাসনিক এবং অবকাঠামোগত—সব ধরনের উন্নয়ন নিয়ে বৈঠকে আলোচনা হয়। শিক্ষার্থীরা স্বল্পমেয়াদি দাবিগুলো বাস্তবায়নের অগ্রগতির বিষয়টি এক মাস পর্যবেক্ষণ করবেন এবং দীর্ঘমেয়াদি দাবিগুলো বাস্তবায়নে এক বছর পর্যবেক্ষণ করবেন বলে জানা যায়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাদের দুই গ্রুপের সংঘর্ষ:
সার্বজনীন পেনশন ব্যবস্থায় প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে কর্মকর্তাদের আন্দোলনে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে ডিরেক্ট অফিসার্স অ্যাসোসিয়েশন ও অফিসার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের দু`পক্ষের সংঘর্ষে ১০ জন কর্মকর্তা আহত হয়। ২ জুলাই সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ পেলেন ববির ৩৭ শিক্ষার্থী:
গবেষণা কর্মে বিশেষ সফলতা অর্জন করায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি (এনএসটি) ফেলোশিপ পান বিশ্ববিদ্যালয়ের ৩৭ শিক্ষার্থী। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের ২০২৩-২৪ অর্থবছরের আওতায় এ ফেলোশিপ প্রদান করা হয়।
ববিতে ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ বিষয়ক ওয়েবসাইটের উদ্বোধন:
ববিতে উদ্বোধন করা হয় বাংলাদেশের প্রথম ওয়েববেইসড ভার্চুয়াল প্ল্যান্ট ম্যাপ। এ ওয়েবসাইটে ১৬০০’র অধিক প্ল্যান্ট বিষয়ক ডাটা রয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্ল্যান্টের বিস্তারিত বর্ণনা রয়েছে। এ ডাটাগুলো উন্মুক্ত। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কোন প্ল্যান্টের অবস্থান কোথায়, তা সহজেই শনাক্ত করা যাবে, যা বিভিন্ন গবেষণায় সহায়তা করবে।
ববিতে সাড়ে ৩ কোটি টাকার অডিট আপত্তি:
ববির বিরুদ্ধে মোট ১৫টি অডিট আপত্তি দেয় শিক্ষা অডিট অধিদফতর। এর মধ্যে সাধারণ আপত্তি আটটি, আর অগ্রিম আপত্তি সাতটি।অগ্রিম আপত্তির সাতটিতে ২ কোটি ২৮ লাখ ৯৬ হাজার টাকা এবং সাধারণ আপত্তির আটটিতে জড়িত স্টিকার পরিমাণ এক কোটি ১৩ লাখ ৩ হাজার টাকা। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সর্বশেষ বার্ষিক প্রতিবেদন-২০২২ থেকে এই তথ্য পাওয়া যায়।
বিতর্কিত ট্রেজারারের নিয়োগ বাতিল ও নতুন ট্রেজারার নিয়োগ:
শিক্ষক ও শিক্ষার্থীদের আন্দোলনের পর বিতর্কিত ট্রেজারার সাবেক সেনা কর্মকর্তা আবু হেনা মোস্তফা কামাল খানের নিয়োগ বাতিল করে ১৯ ডিসেম্বর নতুন ট্রেজারার হিসেবে পবিপ্রবি অধ্যাপক মো. মামুন অর রশিদকে নিয়োগ প্রদান করে শিক্ষা মন্ত্রণালয়৷
বিআরইউ