ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রগতিশীল সাংবাদিকদের সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফারহানা নওশীন তিতলী ও সদস্য সচিব হিসেবে আজকের বিজনেস বাংলাদেশের প্রতিনিধি সাকিব আসলাম মনোনীত হয়েছে।
সোমবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় রিপোটার্স ইউনিটির অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আমরা লক্ষ্য করছি যে রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠার প্রেক্ষাপট ও জুলাই আন্দোলনে সংগঠনের ভূমিকা নিয়ে সদস্যদের মধ্যে ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-জনতার মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। সংগঠনের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের বিপক্ষে অবস্থান নেওয়া, স্বৈরাচারের দোসরদের কর্তৃক নিয়ন্ত্রণের অভিযোগ প্রভৃতি, সদস্যদের প্রচণ্ড বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।
সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্যসহ বিশ্ববিদ্যালয়ের অন্য স্টেকহোল্ডারদের বক্তব্যে এটি স্পষ্ট যে বিশ্ববিদ্যালয়ের পূর্বের এক প্রশাসনের আস্থাভাজন কিছু শিক্ষকের হাত ধরে রিপোর্টার্স ইউনিটি প্রতিষ্ঠা পায়। যারা সবসময় রিপোর্টার্স ইউনিটির উপর তাদের কর্তৃত্ব বলবৎ রেখেছে। এসকল শিক্ষকরা জুলাই অভ্যুত্থানের সরাসরি বিরোধিতা করে বিপক্ষে অবস্থান নেওয়ায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ইতোমধ্যে তাদের বিষয়ে অভিযোগ প্রেরিত হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, জুলাই আন্দোলন চলাকালে এসব শিক্ষকদের আজ্ঞাবহ কমিটি রিপোর্টার্স ইউনিটিকে নিষ্ক্রিয় করে রাখে। তবে সেই কালো বলয় থেকে মুক্ত সদস্যরা শিক্ষার্থীদের পক্ষ নিয়ে আন্দোলনের পক্ষে সংবাদ প্রকাশে কাজ করতে গেলে সংগঠন থেকে কোন ধরণের সহযোগিতার পরিবর্তে অসযোগিতামূলক পরিস্থিতির সৃষ্টি করা হয়। এছাড়াও আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা চালানো হয়। অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন কমিটি গঠিত হলেও কমিটির সভাপতি ও সম্পাদক সেই পূর্বের আওয়ামী ফ্যাসিবাদীদের হয়ে কাজ করছে বলে অভিযোগ উঠেছে। কমিটি পূর্ণাঙ্গ করার সময় ফ্যাসিবাদের দোসরদের আস্থাভাজনদেরকে অস্বাভাবিকভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়। পাশাপাশি সেই বলয় থেকে মুক্তি চাওয়া সদস্যদেরকে নিগ্রহের শিকার করা হয়। জুলাই আন্দোলন পরবর্তী নতুন বাংলাদেশে আমরা কোন ব্যক্তি বা ব্যক্তিগণের নিয়ন্ত্রণে থেকে সাংবাদিকতা করতে আগ্রহী নই। ফ্যাসিবাদের দোসরদের বলয় থেকে স্বাধীন হতে চাওয়া সদস্যরা বর্তমান এই আজ্ঞাবহ কমিটিকে প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান নেওয়া ও আন্দোলনের স্পিরিটকে ধারণ করা সদস্যদের মতামতের ভিত্তিতে নিম্নোক্ত আহ্বায়ক কমিটি গঠন করছি। যাদের নেতৃত্বে আগামী দিনে রিপোর্টার্স ইউনিটি মুক্ত গণমাধ্যম চর্চার অনুশীলন করবে।
নতুন কমিটির আহ্বায়ক ফারহানা নওশীন তিতলি বলেন, সকল প্রতিকূলতা কাটিয়ে সংগঠনের মধ্যে নিরপেক্ষ সাংবাদিকতা বজায় রাখার জন্য চেষ্টা করব। এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের সকল বিষয় তুলে ধরতে সর্বদা স্বতঃস্ফূর্তভাবে কাজ করবো।
আরএস