বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার ছিন্নমূল শিশু ও দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্য’।
এতে ১৬০ জনকে বস্ত্র বিতরণ করেছে বলে জানায় সংগঠনটি।
শনিবার বেলা ১২টার দিকে ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের ১১৬নং কক্ষে আনুষ্ঠানিকভাবে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করেন তারা।
সংগঠনটির সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, সংগঠনটির উপদেষ্টা ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আবদুল গফুর গাজী।এছাড়াও শাখা ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান, ঐক্যমঞ্চের আহ্বায়ক ও সদস্য সচিব, তারুণ্যের সাধারণ সম্পাদক ও অন্যান্য স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃত্ব সহ এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী।
ইএইচ