বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার আয়োজনে পাঁচ দিনব্যাপী নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ শুরু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় উৎসবটি শুরু হয়। এটি চলবে আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত স্টল খোলা থাকবে।
স্টলে বই, ডায়েরি, ক্যালেন্ডার, ইয়ার প্ল্যানার, কলমসহ বিভিন্ন শিক্ষা উপকরণ সাজানো রয়েছে। সেখান থেকে পছন্দ অনুযায়ী জিনিস ক্রয় করছেন শিক্ষার্থীরা। বই পড়ার জন্য স্টলের পাশেই একটি কর্ণারের ব্যবস্থা রয়েছে। এছাড়া সংগঠনের পক্ষ থেকে কিছু উপহারেরও আয়োজন করেছে তারা।
প্রকাশনা উৎসবের বিষয়ে ইবি ছাত্রশিবিরের সভাপতি মাহমুদুল হাসান বলেন, একজন ছাত্রশিবিরের কর্মী কী কী বই পড়ে তা সবার সামনে উন্মুক্ত করাই উৎসবের উদ্দেশ্য। আমাদের একজন কর্মী থেকে সাথী ও সদস্য পর্যন্ত যা পড়া লাগে তা দেখানো হয়েছে। সাধারণ শিক্ষার্থীরা দেখুক আমাদের সিলেবাসটা যেহেতু অনেকের ধারণা না থাকায় অন্যরকম মনে করতে পারে। শিক্ষার্থীরাই সিদ্ধান্ত নিবে আসলে আমরা জঙ্গিবাদী বই অনুসরণ করি নাকি দেশপ্রেমিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর তৈরি করতেছি। আমরা মাসিক একটা করে উৎসব রাখার চেষ্টা করবো। হতে পারে সাইন্স ফেস্ট, বিষয়ভিত্তিক কার্যক্রম ফুটিয়ে তোলা, বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটানোর কর্মসূচি রাখা ইত্যাদি। পাশাপাশি আমরা পরিকল্পনা করতেছি যে শিক্ষার্থীদের বাৎসরিক বৃত্তির ব্যবস্থা করব।
এবছর আমাদের প্রকাশনাগুলোতে কুরআন-হাদিসের বাণী ও বিখ্যাত ব্যক্তিদের উক্তি উল্লেখ থাকে। এগুলো শিক্ষার্থী ভাইবোনদের মাঝে ইসলামি মূল্যবোধ সৃষ্টি করে থাকে।
আরএস