জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীব। তিনি মুসলিম এবং গ্রামের বাড়ি ফেনীতে। পাহাড়ি জনগোষ্ঠী না হওয়া সত্ত্বেও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর আন্দোলনে উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছে এ নেতার বিরুদ্ধে।
এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা সমালোচনার মুখোমুখি হচ্ছেন ছাত্র ফ্রন্টের এ নেতার বিরুদ্ধে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিওতে দেখা যায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর মিছিলে বিক্ষোভ মিছিলে স্লোগান দিচ্ছেন জবি ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীব। তিনি বলছেন, `জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, তুমি কে আমি কে, আদিবাসী আদিবাসী, পুলিশ দিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না।
সমালোচনায় ফেসবুকে নেটিজেনরা লিখছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ইভান তাহসীবের গ্রামের বাড়ি ফেনীতে। তিনি একজন মুসলিম। তিনি তো কোনো ক্ষুদ্র নৃগোষ্ঠীর কেউ নন। বরং তিনি মুসলিম। তিনি উস্কানি দিচ্ছেন না তো!
সামাজিক যোগাযোগ মাধ্যমে মো. মারেফুল ইসলাম নামে একজন শিক্ষার্থী লিখেছেন, আদিবাসীদের আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১৬ ব্যাচের বামপন্থী ইভান তাহসীব ভাই কি করেন?"
এ ব্যাপার ইভান তাহসীব বলেন,"ব্যাপার টা হচ্ছে আদিবাসীদের উপর গতকাল হামলা হয়েছে। আমরা একটা মিছিল এটা আমাদেরই মিছিল মানে এখানে আদিবাসী, সাধারণ মানুষ এবং ছাত্ররা মিলেই একটা মিছিল। ব্যানারের নাম ছিল সংক্ষুদ্ধ ছাত্র জনতা, এটা শুধু পাহাড়িদের মিছিল ছিল না। এটা আমরাই কল করছি।আজকে আমরা কিছুই করতে পারিনি, আমরা জাস্ট মিছিলটা ঐ সচিবালয়েয় রাস্তায় ঢুকতাছে ঐ সময় আমরা বেরিগেড সরাতেই সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করলো। এটা আজকে আমাদের ব্যানারেই ছিল। এটা মূলত গণতান্ত্রিক ছাত্র জোট সহ আরও অন্যান্য ছাত্র সংগঠন এবং সাধারণ মানুষ মিলিয়েই আমরা আজকের মিছিলটা ছিল। ফলে আমার সেখানে থাকাটা খুব স্বাভাবিক। আমি আমার সংগঠনের প্রতিনিধি হিসেবেই সেখানে ছিলাম।
আরএস