স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ ছয় দফা দাবি জানিয়েছেন ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা। রোববার (১৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটি কর্তৃক আয়োজিত এক সমাবেশে এ দাবি জানানো হয়।
ঐক্যজোটের আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল আমিন বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার শিক্ষকরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মতো সরকারি বিধি-নিয়ম অনুসরণ করে চাকরি করছি। প্রায় ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতা পেশায় মানবেতর জীবনযাপান করছি।
বক্তারা বলেন, আমরা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকগণ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায় সরকারি বিধি নিয়ম অনুসরণ করে ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করত মানবেতর জীবন যাপন করতেছি। ১৯৯৪ সালে একই পরিপত্রে বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের ৫শত টাকা সরকারিভাবে অনুদান দেওয়া হয়। পরবর্তীতে ২০১৩ সালে ২৬১৯৩টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করা হয়। কিন্তু ১৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের বর্তমানে সহকারী শিক্ষকদের বেতন ৩৩শ টাকা ও প্রধান শিক্ষকদের ৩৫শ টাকা করে অনুদান দেওয়া হয়। বাকী প্রতিষ্ঠানের শিক্ষকগণের জাতীয়করণ তো দূরের কথা অদ্যাবধি একটি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাও এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। বিধায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা ৪০ বছর বিনা বেতনে শিক্ষকতার পেশায় দায়িত্ব পালন করত মানবেতর জীবন যাপন করে আসতেছে। তাই মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের প্রতি সবিনয়ে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণসহ ৬ দফা দাবি বাস্তবায়নের ঘোষণার জোর দাবি জানাচ্ছি।
আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মো. শামসুল আলমের সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাও. মোহাম্মদ আল আমিন, নির্বাহী সদস্য মাও. মো. আলাউদ্দিন খন্দকার, মো. খোরশেদ আলম, মাও. মো. নূরুল আমীন, মাও. মো. আব্দুল হান্নান, মাও. রবিউল ইসলাম, মাও. মো. শামসুল হক আনসারী, মো. মনিরুজ্জামান, মো. তারেক আজিজ, মাও. মো. সাদেকুর রহমান, মাও. মো. সাইফুল ইসলাম, মাও. মো. জহুরুল আলম, এবিএম আব্দুল কুদ্দুস, নূরুন্নবী আলী, মাস্টার শওকত আলী, মাও. সগীর আহমেদ, মাও. নাজমুল হুদা, মো. আবু জাফর, মো. রিয়াজ আহমেদ, মো. ইউসুফ শরীফ, মাও. একরামুল হক, মাও. সিদ্দিকু রহমান, মো. এজাজ কায়েস, মোসা. কাজল রেখা, মোসা. রুবিনা আক্তার. মোসা. কুলসুম আক্তার, মাও. মো. আসাদুল হক, ফেরদৌস আলম, মোসলেম উদ্দিন, বদিউল আলম প্রমুখ।
আরএস