ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

ইবি প্রতিনিধি প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৬:২৫ পিএম
ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদযাপন উপলক্ষে ‘পূজা উদযাপন পরিষদ’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছে ফোকলোর স্টাডিজ বিভাগের পংকজ রায়।

সোমবার (২০ জানুয়ারি) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. অরবিন্দ সাহা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ২৬ জনের গঠিত কমিটি ঘোষণা করা হয়।

গঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছে সুমন বিশ্বাস, পিন্টু লাল দত্ত, সুকান্ত দাস। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অনির্বাণ সরকার, তন্ময় ঘোষ, রিয়া বসাক, স্বপন রায়, মনিকান্ত বিশ্বাস, রবি শঙ্কর, স্বপন রায়, স্বপ্না রানী মন্ডল, দীপ কুন্ডু, উত্তম কুমার পাল, প্রান্ত কুমার কুন্ডু, শুভ্র ভৌমিক, তুর্য বিশ্বাস, দীপ সাহা ও আর্য পাল রয়েছে। এছাড়াও কোষাধ্যক্ষ বাস্তব বসাক, সহ-কোষাধ্যক্ষ রাম কৃষ্ণ চৌধুরী, তুষার বিশ্বাস, দ্বীপ জয় মল্লিক, পূজা দত্ত, শ্যামল দাস।

সাধারণ সম্পাদক পংকজ রায় বলেন, আমাদের সমাজের প্রতিটি মানুষ যেন ঐক্য, ভালোবাসা এবং সৌহার্দ্যের মাধ্যমে একত্রিত হতে পারে এই কামনা করি। পূজা শুধু ধর্মীয় আচার অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির এক উজ্জ্বল উদাহরণ। এই পবিত্র সময়ের মাধ্যমে আমরা আমাদের অভ্যন্তরীণ মনকে শান্ত করি এবং সমাজে ভালোবাসা ও মানবিকতার বার্তা ছড়িয়ে দিই। দেশ, জাতি সকলের মঙ্গল কামনা করি এবং ঈশ্বরের আশীর্বাদে সকলের জীবন বয়ে আসুক অনাবিল আনন্দ।

আরএস