জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ও সারাদেশে ১৩তম বারের মতো অনুষ্ঠিত হয়েছে বিশ্বের অন্যতম জনপ্রিয় ইভেন্ট টেডএক্স।
টেড ইন্টারন্যাশনালের অনুমোদনে ‘টেডএক্স জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়’ নামে এ আয়োজনটি করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শনিবার নজরুল অ্যাকাডেমির অডিটরিয়ামে দিনব্যাপী আয়োজনটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী ও প্রক্টর ড. মাহবুবুর রহমান জনি উপস্থিত ছিলেন।
পরে সৃজনশীলতা নিয়ে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন দেশবরেণ্য ৯ জন বক্তা।
এ সময় বক্তব্য দেন অভিনেত্রী, স্থপতি ও শিক্ষিকা অপি করিম, এস্তোনিয়ান এন্টারপ্রেনারশিপ ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্স-এর টেকসই উন্নয়নের সিনিয়র প্রভাষক ও লেখক আমিনুল ইসলাম, চেঞ্জ ইনিশিয়েটিভ-এর কো-ফাউন্ডার ও চিফ এক্সিকিউটিভ এম. জাকির হোসেন খান, চলচ্চিত্র পরিচালক এবং অভিনেতা আশফাক নিপুণ, নেসলে বাংলাদেশ এর কোম্পানি সেক্রেটারি দেবব্রত রায় চৌধুরী, বাংলাদেশ, ভুটান ও নেপাল অঞ্চলের মাইক্রোসফটের ব্যবস্থাপনা পরিচালক ইউসুফ ফারুক, ইউএনডিপি বাংলাদেশের যোগাযোগ বিভাগের প্রধান মো. আবদুল ক্বায়ুম, শিশু অধিকার কর্মী-জলবায়ু আন্দোলনকারী ও মাই গোল চ্যাম্পিয়ন ফাতিহা আয়াত; এবং এভারেস্ট বেসক্যাম্প সাইক্লিং অভিযানের বিশ্ব রেকর্ডধারী তাম্মাত বিল খায়ের।
ইএইচ