কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৫, ০৪:১৮ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের উদ্যোগে স্বাস্থ্য সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার ও এর সম্ভাবনা নিয়ে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর প্রেডিকটিং রেটিনাল ডিজিজ, স্ট্রোক, অ্যান্ড হার্ট অ্যাটাক: এ পাথওয়ে ফ্রম কনসেপ্ট টু ক্লিনিক্যাল সেটিংস’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের সেমিনার কক্ষে এ সেমিনার শুরু হয়।

আইসিটি বিভাগের শিক্ষার্থী কারিশমা মেহজাবিনের উপস্থাপনায় ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. মাহমুদুল হাসানের সভাপতিত্বে সেমিনারের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী।

বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান।

সেমিনারের মূল আলোচক হিসেবে ছিলেন যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান HealthScreen Inc.-এর প্রধান বিজ্ঞানী এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. আলাউদ্দিন ভুঁইয়া।

ইএইচ