বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন

জবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২৫, ০৯:১৩ পিএম
বইমেলায় জবির চার বইয়ের মোড়ক উন্মোচন

অমর একুশে বইমেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রকাশিত নতুন চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৫টায় অমর একুশে বই মেলায় বাংলা অ্যাকাডেমির গ্রন্থ উন্মোচন মঞ্চে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত নতুন চারটি গ্রন্থের মোড়ক উন্মোচন করেন উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম, পিএইচডি।  

এবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের থেকে প্রকাশিত বইগুলো হলো- বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ড. মুহাম্মদ খাইরুল ইসলামের আর্থ-সামাজিক উন্নয়নে ইমামদের ভূমিকার মূল্যায়ন: সমীক্ষা, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ সেলিমের ‍‍`সোসাইটি অ্যান্ড স্টেট ইন সাউথ এশিয়া‍‍`।

সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাফর ইকবালের আন্ডারস্ট্যান্ডিং এন্ড এনহ্যান্সিং প্রটেকটিভ ইফেক্টস অফ বন্ডিং সোশ্যাল ক্যাপিটাল অন ডেলিকুয়েন্সি‍‍` এবং ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক নুরুল আমিনের লেখা ইসলামের দৃষ্টিতে টেকসই নগরায়ণ সেবা: পরিপ্রেক্ষিত দক্ষিণ সিটি কর্পোরেশন‍‍`।

এ সময় জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও প্রকাশনা মুদ্রণ কমিটির আহ্বায়ক অধ্যাপক ড.মুহাম্মদ আনওয়ারুস সালামের, বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রকাশনা সূত্রে জানা যায়, প্রকাশনা শুরুর পর ৮ বছর পার হলেও এ যাবৎকালে প্রকাশিত বইয়ের সংখ্যা মাত্র ২৭টি। এবছরে চারটি বই বেড়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়িয়েছে মাত্র ৩১টি। তবে বিগত সময়ে প্রকাশিত সাতটি বই বাদ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের পাণ্ডুলিপি মুদ্রণ কমিটির আহ্বায়ক ড. মুহাম্মদ আনওয়ারুস সালাম বলেন, বিগত সময়ে প্রকাশিত স্বৈরাচার হাসিনা ও বঙ্গবন্ধু সম্পর্কিত সাতটি বই বাদ দেওয়া হয়েছে। জুলাই-২৪ এর স্পিরিট পরিপন্থি কোনো কনটেন্ট থাকতে পারবে না।

উদ্বোধনের সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.রেজাউল করিম বলেন, ভাষার মাসে প্রথমেই স্মরণ করছি যারা বুকের রক্ত ঢেলে দিয়ে বাংলা ভাষায় কথা বলার সুযোগ দান করে দিয়েছে। খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমাদের এই চারটি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। বইগুলো সবই গবেষণাধর্মী। আগামীতে আরো বেশি গবেষণাধর্মী বই প্রকাশ হবে সেই প্রত্যাশা।

ইএইচ