যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ও সিএসই শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

যবিপ্রবি প্রতিনিধি প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৫, ১২:২৪ এএম
যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ও সিএসই শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশলী বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হাতাহাতি ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছে।

শুক্রবার রাত ৯টায় চায়ের দোকানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সিএসই বিভাগের শিক্ষার্থীদের কথা কাটাকাটির জের ধরে ঘটনার সূত্রপাত ঘটে।

পরে প্রক্টর অফিসে ঘটনা মীমাংসার উদ্দেশ্যে গেলে সিএসই বিভাগের উত্তেজিত শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলা করে বলে প্রত্যক্ষ সূত্রে জানা যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত হয়েও ব্যর্থ হয়। বর্তমানে ক্যাম্পাসে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

ইএইচ